বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশাল-৫ আসনে নতুন মুখ উমার রাযী

বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৫ (সিটি-সদর) আসনে আলোচনায় রয়েছেন তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী লায়ন উমার রাযী আল ফারূক। উন্নয়নমুখী চিন্তা, স্বচ্ছতা ও জনসেবাকে সামনে রেখে ইতোমধ্যেই নির্বাচনের মাঠে তাকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা গেছে।

লায়ন উমার রাযী বরিশালের নির্বাচনী মাঠে নতুন হলেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫ এ১)-এর জোন চেয়ারপার্সন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ভাইস-চেয়ারম্যান এবং একাধিক আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন সংগঠনের সঙ্গে কাজ করছেন।

মানবিক সেবা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন Melvin Jones Fellowship (MJF)– যা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সর্বোচ্চ সম্মাননার একটি। এই সম্মাননা প্রদান করে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস অঙ্গরাষ্ট্রভিত্তিক লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

সম্প্রতি লায়ন উমার রাযী ঘোষণা দিয়েছেন আধুনিক, মানবিক ও স্মার্ট বরিশাল গড়ার লক্ষ্যে ৭ দফা অঙ্গীকার, যার মধ্যে রয়েছে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানে বাস্তবায়নযোগ্য রূপরেখা। তার অঙ্গীকারের মধ্যে রয়েছে সাশ্রয়ী চিকিৎসা সেবা, মানসম্মত প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা উন্নয়ন-কর্মসংস্থান বৃদ্ধি, যানজট-জলাবদ্ধতা নিরসন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং জনবান্ধব প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে অঙ্গীকার ঘোষণার অনুষ্ঠানে লায়ন উমার রাযী বলেন, আমি প্রচলিত রাজনীতির ধারা অনুসরণ করতে আসিনি। বরিশাল আমার ঘর, আমার পরিবার। মানুষের প্রতি দায়বদ্ধতাই আমাকে সামনে এগোতে অনুপ্রাণিত করেছে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরিশালের মানুষের সেবাই হবে আমার রাজনীতির মূলনীতি। তিনি আরও বলেন, আমার লক্ষ্য ক্ষমতা নয়- দায়িত্ব। আমার স্বপ্ন উন্নত, মানবিক ও স্মার্ট বরিশাল।

আরো পড়ুন

হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *