ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালের মুলাদী-মীরগঞ্জ সড়কের কাঠেরপোল সংলগ্ন ১৫ফিট সড়কে ঝুকি নিয়ে শতশত যানবাহন। যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়কের পাশেই রয়েছে একটি খাল। খালটির দিকে ঝুকে পড়েছে সড়কের একাংশ। দুটো গাড়ী পাশাপাশি সাইড কাটতে পারে না।
যেকোন গাড়ী ব্রীজে উঠতে হলে দ্রুত উঠতে হয়। তখন অপর দিক থেকে গাড়ী আসলে সাইড করতে গেলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-মুলাদী, মুলাদী-বরিশালের গাড়. মাহিন্দ্র, সিএনজি, শতশত মটর সাইকেল ও অটোভ্যান চলাচল করে।
গাড়ী চালক জয়নাল বলেন, এখান দিয়ে গাড়ী চালাতে খুবই ভয় লাগে, সড়কের একাংশ খালের ভিতরে চলে গেছে। মাত্র ১৫ ফিট লম্বা ও ৩ফিট পাশে সড়কটির মেরামত করা খুবই প্রয়োজন। অটোচালক মন্নান বলেন, আমরা যখন গাড়ী চালিয়ে ব্রীজে ওঠার চেষ্টা করি তখন বিপরিত দিক বড় গাড়ী আসলে আতংকে থাকি।
যদি সড়কটি মেরামত করা হয় তাহলে সড়কটি পাশে বড় হবে ও দুটি গাড়ী পাশাপাশি যেতে পারবে। ব্যবসায়ী আক্তারুজ্জামান বলেন, গাড়ীতে মালামাল নিয়ে বন্দরে আসা-যাওয়ার সময় ব্রীজের কাছে আসলেই ভয় লাগে। দুটো গাড়ী পাশাপাশি যাতায়াত করতে পারবে কিনা? কলেজ ছাত্রী নিলুফা ইয়াসমিন বলেন, প্রতিদিন কলেজ করে বাড়ী যাবার সময় খুবই আতংকে থাকি।
সকল রাস্তা ভালোভাবে গেলেও এখান দিয়ে যাওয়ার সময় খুবই আতংকে থাকি। কখন কি ঘটে যায়। তিনি বলেন, রাস্তাুট মেরামত করলেই সকল যানবাহন নিরাপদে চলাচল করতে পারে। যাত্রীদের দাবী উর্ধ্বতন কর্তৃপক্ষ বড় ধরনের দুর্ঘটনার আগেই তারাতারি রাস্তাটি মেরামত করে দিয়ে যানবাহন চলাচলের সু-ব্যবস্থা করে যাত্রীদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।