বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুর ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ফায়ার সার্ভিসের উদ্যোগে জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনে জেলার অগ্নি নির্বাপন ভলান্টিয়ারদের নিয়ে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগে করণীয় বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন  পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  সেলিম মিয়া ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস।এছাড়াও স্টেশনের ফায়ার ফাইটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পিরোজপুর জেলার ৩০ জন ভলেন্টিয়ার অংশ নেন।
প্রশিক্ষণে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সহ অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ এবং আগুন নিভানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ তুলে ধরা হয়। এছাড়াও বিভিন্ন সরঞ্জামের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দক্ষ ভলান্টিয়ার সাথে থাকলে উদ্ধার কাজ এবং আগুন নেবানো অনেক সহজ হয়।
যেকোনো দুর্ঘটনায় দক্ষ ভলান্টিয়ারদের সাথে নিয়ে যাহাতে আমরা কাজ করতে পারি এ কারণেই ভলেন্টিয়ারদের দক্ষ করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন

চরফ্যাশনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি // প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপদ্য ধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *