শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বরগুনায় জমি নিয়ে বিরোধ, প্রভাষকের আঙুল কেটে নৃশংস হামলা

বরগুনা প্রতিনিধি
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের বাইশতবক এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। অভিযোগ অনুসারে, শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।

রক্তাক্ত অবস্থায় প্রভাষককে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

আহত শিক্ষক মো. লিটন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই বছরের পর বছর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলেছি। এখন কিভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াব? যে জমি নিয়ে এই হামলা হয়েছে, তা আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় সালিশ-বিচারে এটি আমাদের পক্ষে নিষ্পত্তি হয়েছে।

শিক্ষকের ওপর এই নির্মম হামলার ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, যে মানুষটি সমাজে জ্ঞানের আলো ছড়ান, আজ তিনি নিজের হাতের আলো হারালেন অন্যায়ের কাছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আহমেদ জানিয়েছেন, বিষয়টি তারা জানেন। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

আমতলীতে প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

আমতলী প্রতিধিনি বরগুনার আমতলী উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *