নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরাও এখন খালেদা জিয়ার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরা ভোটারদের মন জিতে নিতে পারবে না।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বরিশাল সদর রোডস্থ নিজস্ব কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় ‘বরিশালজুলাই যোদ্ধা পরিষদের’ আয়োজিত দোয়া ও মিলাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন-তিনি সততা, দেশপ্রেম, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোন আপোষ করেননি। খালেদা জিয়ার রাজনৈতিক শত্রুরাও তাকে আপোষহীন নেত্রী হিসেবে শ্রদ্ধা করে।
তিনি আরও বলেন, দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের প্রশ্নে তিনি তার নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আগামী জাতীয় নির্বাচনে জনগণ খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে। এই কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরাও বাধ্য হয়ে খালেদা জিয়ার প্রশংসা করছেন। কিন্তু গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেমন ফল হয় না, তেমনি খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরা ভোটারদের মন জয় করতে পারবে না।
অনুষ্ঠানটি বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসময় আরও উপস্থিত ছিলেন-শহীদ ইলিয়াসের ভাই আবির, শহীদ ফয়সাল আহম্মেদের পিতা জাকির হোসেন, শহীদ আব্দুল্লাহ আল আবিরের পিতা, এছাড়া জুলাই যোদ্ধা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন-ডাঃ সাঈদ, মুহাম্মাদ জহির।
আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব মো. নাজমুস সাকিব, মহানগর বিএনপি নেতা মো. নুরুল মোমেন কোটন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হেসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা মো. মোসলেম উদ্দিন, আহত জুলাই যোদ্ধা মো. শানু আকন মো. জহির হোসেন, মিলন সরদার, মো. গোলাম রাব্বি, নজরুল ইসলাম এছাড়া বরিশাল জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত থাকেন। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।