মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

তজুমদ্দিনে সদ্য যোগদানকৃত ইউএনওকে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা

মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন 
ভোলার তজুমদ্দিন উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রেজাউল ইসলাম। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দপ্তরে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে তাঁরা তজুমদ্দিনের সার্বিক সামাজিক স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নবাগত ইউএনও মো. রেজাউল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তজুমদ্দিন উপজেলার উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো এবং আইন-শৃঙ্খলা বজায় রাখাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। এ কাজে সরকারি প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, তজুমদ্দিনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সেবামুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
শুভেচ্ছা জানাতে উপস্থিত জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা নেতৃবৃন্দ ইউএনওর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান এবং উন্নয়নমূলক যেকোনো উদ্যোগে গঠনমূলক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আরো পড়ুন

১০ ডিসেম্বর ভোলা জেলা হানাদারমুক্ত হয়

নীহার মোশারফ, বিশেষ প্রতিনিধি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন একটি লাল-সবুজের পতাকা, একটি স্বাধীন দেশ। আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *