বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ঝালকাঠিতে নিহত দুই বিচারক হত্যার আজ ১৯ বছর

ঝালকাঠি প্রতিনিধি‍॥

শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হলো জেএমবির বোমা হামালায় নিহত ঝালকাঠির দুই বিচারক সোহেল আহম্মেদ-জগন্নাথ পাঁড়েকে। ২০০৫ সালের ১৪ নভেম্বর তাদের বোমা মেরে হত্যা করা হয়।

শোকের এ দিনটি উপলক্ষে আজ সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পূর্বচাঁদকাঠি জজ কোয়াটার সড়কে নির্মিত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়।

এরপর সেখানে নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা জজ এমএ হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পারভেজ শাহরিয়ারসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালতে বিচারক সোহলে-জগন্নাথ স্মৃতি মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উল্লেখ্য, ২০০৫ সালের এই দিনে কোয়াটার থেকে আদালতে যাওয়ার পথে ঝালকাঠি জেলা জজশিপের দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়েকে বহনকারী গাড়িতে বোমা মেরে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএববি।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইসহ ৭ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *