মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

বরিশালের সাবেক পুলিশ পরিদর্শক গোলাম কবিরের দণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবিরের বিরুদ্ধে আরোপ হওয়া ‘স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ শাস্তি বহাল রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যেহেতু, বিএমপি, বরিশালের কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম কবির, (বর্তমানে সিআইডি, ঝালকাঠি জেলা) এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে একই বিধিমালার ৪(২) (খ) বিধি অনুযায়ী ‘১ (এক) বৎসরের জন্য স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত কর্মকর্তা আরোপিত দণ্ডাদেশ মওকুফের জন্য সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আপিল দায়ের করেন।

এতে আরও বলা হয়, আপিলকারীর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের দফাওয়ারী জবাব এবং প্রাসঙ্গিক তথ্যাদি পর্যালোচনায় তার ওপর আরোপিত দণ্ড নির্ধারিত পদ্ধতি অনুসারে হয়েছে, অভিযোগের উপর প্রাপ্ত তথ্যাদি পর্যাপ্ত এবং আরোপিত দণ্ড যথার্থ ও ন্যায়ানুগ হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এবং অভিযুক্ত কর্মকর্তা বিএমপি, বরিশালের কাউনিয়া থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ গোলাম কবির (বর্তমানে সিআইডি, ঝালকাঠি জেলা) এর আপিল আবেদন না-মঞ্জুরপূর্বক পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ কর্তৃক সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২১)(খ) বিধি মোতাবেক প্রদত্ত ‘১ (এক) বৎসরের জন্য স্থায়ীভাবে বেতন বৃদ্ধি স্থগিত’ সূচক দণ্ডাদেশ বহাল রাখা হলো। ভবিষ্যতে উক্ত স্থগিত হওয়া বেতন-বৃদ্ধি সমন্বয়ের কোনো সুযোগ থাকবে না।

আরো পড়ুন

বরিশালে ব্ল্যাকমেইল করতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক বরিশালে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে গিয়ে দুই ভুয়া সাংবাদিক জনতার হাতে ধরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *