মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
CHARFE

চরফ্যাশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২

এম এম রহমান, ভোলা।।
ভোলার চরফ্যাশন উপজেলায় বয়লার মেশিন বিস্ফোরণে এক কারিগর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে চরমাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত মুন্নী রাইস মিলে এ ঘটনা ঘটে।

নিহত মো. আল-আমীন (৩৫) চর আফজাল গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- মিলটির মালিক মনির মুন্সি (৪৫) এবং আল-আমীনের বড় ভাই ফিরোজ (২৫)। তারা তিনজনই ওই মিলের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে মিলের বয়লার মেশিন বিস্ফোরিত হলে আগুন লেগে যায়। এসময় ঘটনাস্থলেই আল-আমীন মারা যান। মনির এবং ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

কৃষকদলের কেন্দ্রীয় নেতা সেন্টুকে মনোনয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক ।। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে কৃষকদলের কেন্দ্রীয় সহ সম্পাদক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *