বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

ভোলা-৩ আসনে বিডিপি’র নিজামুল হক নাঈমের মনোনয়ন ফরম সংগ্রহ

মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) সংসদীয় আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জননেতা নিজামুল হক নাঈম। তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মনোনীত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী (সমর্থিত) সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আখতার উল্লাহ্, সহকারী সেক্রেটারি, ভোলা জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। ভোলা-৩ আসনের জনগণ এবার একটি নতুন ও কল্যাণমুখী রাজনৈতিক ধারার প্রতি আশাবাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল হক, আমির, লালমোহন উপজেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে লালমোহন ও তজুমদ্দিনের মানুষ অবহেলিত। জননেতা নিজামুল হক নাঈম জনগণের দুঃখ-কষ্ট ও প্রত্যাশা ভালোভাবে জানেন এবং তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট রহমাত উল্লাহ সেলিম, অফিস সম্পাদক ও কর্ম পরিষদ শূরা সদস্য, ভোলা জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হলে নীতিবান নেতৃত্বকে সংসদে পাঠাতে হবে।

অনুষ্ঠানে মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম তার বক্তব্যে বলেন, ভোলা-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি লালমোহন ও তজুমদ্দিন উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আল্লাহর ওপর ভরসা করে এবং জনগণের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী ভোলা-৩ গড়ে তুলতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে জননেতা নিজামুল হক নাঈমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

আরো পড়ুন

বরিশালে ৭০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক।। মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *