আবু জিহাদ, আমতলী
আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১টায় আমতলী পৌর মিলনায়তনে, আমতলী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এন এসএস এর যৌথ উদ্যোগে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরন করা হয়। প্রতিটি শিশুকে ১ টি কম্বল, ১ টি মেরিল বেবি লোসন, ২টি কাপড়কাচা ডিটারজেন্ট পাউডার এবং ৩ টি গায়ে দেয়া সাবান।
শিশুদের সঞ্চয় করার অভ্যাস করার জন্য ১ টি মাটির ব্যাংক বা ঘট দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও পরিচালনা করেন মৃদুল সরকার পিএম, এনএসএস। সভাপতিত্ব করেন বিভূদান বিশ্বাস, এপি ম্যানেজার আমতলী এপি, ওয়ার্ড ভিশন বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আমতলী উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অফিসার ইনচার্জ, আমতলী থানা, এবং সাংবাদিক মো: আবু জিহাদ, দৈনিক বাংলাদেশ বানী, আমতলী উপজেলা প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের সামাজিক অবস্থা ও উজ্জ্বল ভবিষৎ নিশ্চিত করার লক্ষ্যে আমতলী উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ফলে আমাদের আমতলীর শিশুদের জিবন যাত্রার মান উন্নত হচ্ছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।