বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

তিন দিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমা শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমা। নগরীর সোনা মিয়ার পুল সংলগ্ন নাসির কমপ্লে হাউজিং ময়দানে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৪ একরের মাঠে কয়েক লাখ লোক সমাবেত হবেন। আগামী ২০ ডিসেম্বর আখেরী মোনাজাতের মধ্যে শেষ হবে ইজতেমা।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামায়াতের মার্কাজ ব্যবস্থাপনার সাথী রাশেদ। তিনি জানান, ইজতেমায় কয়েক লাখ মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এতে মালয়েশিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রের মুসলিরা উপস্থিত থাকবেন।

এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, ওজুর জন্য ট্যাপ পাশের পুকুর এবং টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশ জানায়, ইজতেমা মাঠের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পাল করবেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বরিশা প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন ইজতেমা মাঠ উপচে আশপাশে সড়ক ও বাসাবাড়িতে মুসল্লিরা অবস্থান নেয়। বিশেষ করে জুমার নামাজ আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।

আরো পড়ুন

” বাবুগঞ্জ-মুলাদীতে পাওয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে”

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের গন‌অধিকার পরিষদের এমপি প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *