ভোলা প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় ভোলা ছাত্র-জনতার আয়োজনে শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অপরাধীদের বিচার না হলে সমাজে অপরাধ আরও উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তারা। সভা শেষে একটি শোক র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ কর্মসূচিতে জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শোকাহত ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ ছাড়াও বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিতে নিহত শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে তাঁর হত্যাকারীর ফাঁসির দাবিতে ভোলায় ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে কালীনাথ রায়ের বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন দলটির ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুফতি শাখাওয়াত উল্লাহ ও সেক্রেটারি মুফতি তরিকুল ইসলাম। এ সময় তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।