বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা

তালতলী প্রতিনিধি।।

অদ্য ইংরেজী ১৯ .০১.২০২৬ তারিখ সোমবার তালতলী উপজেলায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিজ (সিএনআরএস) এর উদ্দ্যেগে,তালতলী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সামাজিক নিরাপত্তা,সমবায় সমিতি, জলমহাল,পরিবেশ বান্ধব জাল ব্যবহারে উৎসাহ প্রদান জলমহাল ইজারা,জেলে তালিকা হালনাগাদ করণ বিষয় অবহিত করেন, উক্ত বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভায় তালতলী উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, প্রকৃত মৎস্যজীবী এর সমন্বয় জলমহল ইজারা প্রদান করা হবে এবং প্রকৃত জেলে তালিকা আপডেট করে ব্যন্ডপিরিয়ড এর সময় দারিদ্রজেলে পরিবার গুলোকে সহায়তা প্রদান এর ব্যবস্থা করা হবে।

উক্ত অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট সাংবাদিক প্রতিনিধি, ভূমি কমিটির প্রতিনিধি, পানি কমিটির প্রতিনিধি, নেটওয়ার্ক কমিটির প্রতিনিধি। বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএনআরএস এর ফিসনেট প্রকল্প এর ট্যাকনিক্যাল অফিসার (লাইভলিহুড) কানাই লাল দাশ ও মিল অফিসার এস এম হারুন অর রশিদ ও উপস্থিত ছিলেন তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী যশোমন্ত মল্লিক, আজকের সভায় আরো উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্প এর তালতলী উপজেলা এর সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মেহেদী হাসান, মোঃ আশরাফ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটের এমেন সহ মৎস্যজীবী নেতৃবৃন্দ।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *