আজিম উদ্দিন খানদ।।
লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড স্টেডিয়ামের পূর্ব দিকে আব্দুল মোমেন সড়কটি গত ২৫ বছরে একবারও সংস্কার করা হয়নি।
গত ২৫বছরে সংস্কার না করায় রাস্তাটির এখন বেহাল দশা। পৌর কর্তৃপক্ষ সড়কটি মেরামত না করায় বর্তমানে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা,
স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েকশ পরিবারের লোক যাতায়াত করে।
আশির দশকে উপজেলা মসজিদের ইমাম মাওলানা মরহুম আব্দুল মোমেন প্রথম বসতবাড়ি নির্মাণ করেন। সেই সময় কাঁচা রাস্তা তৈরি করা হয়। নব্বই দশকে ইটের সলিং করা হয়েছে। এরপর আর কখনো রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে বর্তমানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাস্তার দু’ পাশে প্রায় দু’শতাধিক পরিবারের বসবাস। পৌরসভার ৫নং ওয়ার্ডের আবাসিক এলাকা হওয়ায় চলাচলে শিক্ষার্থীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি।

স্থানীয় বাসিন্দা, লালমোহন উপজেলা মসজিদের বর্তমান ইমাম মাওলানা নুরুল্লাহ বলেন,“আমরা বছরের পর বছর ধরে এই রাস্তার সংস্কার দাবি করে আসছি। কিন্তু পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজ করেননি।
অন্য আরেকজন বাসিন্দা মোঃ শাহে আলম মাষ্টার জানান, “রাস্তায় প্রচুর গর্ত থাকায় প্রায়ই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের স্কুলে পাঠানোও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি অতিদ্রুত রাস্তাটি সংস্কার করে জনগণের চলাচলের সুযোগ করে দেয়ার।
ঐ এলাকার শিক্ষক আব্দুল্লাহ নাঈম বলেন, পৌর প্রশাসকের কাছে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ আবেদন করা হয়েছে।
পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।