শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বিষখালী নদীতে জেগে উঠা চর দখলের পায়তারা ‍এলাকাবাসীর প্রতিবাদ

 মো. বশির উল্লাহ বাসার, বেতাগী প্রতিনিধি ‍॥

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর কোলঘেঁষে জেগে ওঠা রুহিতার চর দখলের পায়তারার প্রতিবাদে ও স্থায়ী বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে বলাইবুনিয়া, তালবাড়ি ও দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের ভাঙনে নি:স্ব প্রায় শতাধিক সাধারন ও ভূমিহীন মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঐ এলাকার বাসিন্দা আব্দুর রব সিকদার, আব্দুর রাজ্জাক, মিরাজ হোসেন, মো: শহীদ মৃধা, মামুন মৃধা, মো: সিদ্দীক, মো: সোহরাব সিকদার, কামাল হোসেন, মো: ইউসুফ, মো: নেছার ও মো: শুক্কুর।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙন কবলিত বেতাগী উপজেলার সাধারন ও ভূমিহীন মানুষেরা বিষখালী নদীর তীরের রুহিতার চরের জমি ইজারা নিয়ে চাষাবাদকরে জীবিকা নির্বাহ করে আসছিল। কিন্ত দু:খের বিষয় কিছু স্বার্থানেষী লোকজনের ইন্ধনে একটি মহল বেতাগী উপজেলার সম্পত্তি হিসেবে নথিভুক্ত ঐ চরের জমি নদীর অপর তীরের বরগুনা জলার বামনা উপজেলার কতিপয় মানুষ গত ১৮ নভেম্বর সভায় দাবি করে ইজারা নেওয়ার ও রেকর্ডভূক্ত করার পায়তাঁরা করছে।
স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরটি আড়াইশত একর জমি নিয়ে বিষখালীর বুকে দৃষ্যমান রয়েছে। কৃষিতে অপার সম্ভাবনাময় জেগে ওঠা এই চরটি বেতাগী উপজেলার সীমানার বিষখালী নদীর কুল ঘেষে গড়ে ওঠা বুড়ামজুমদার ইউনিয়নের বলাইবুনিয়া, তালবাড়ি ও সড়িষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি এলাকার বলাইবুনিয়া ও দক্ষিণ কালিকাবাড়ি মৌজার বাসিন্দাদের জমি বিষখালী নদীতে ভেঙে চর জেগে ওঠে। তাই স্বাভাবিকভাবে এ উপজেলার মানুষ চরের জমি ভোগদখল করবে এটাই নিয়ম।
তাই যেহেতু জেগে ওঠা রুহিতার চরটি বেতাগী উপজেলার সম্পত্তি ও আগ থেকেই নথিভুক্ত। এটাকে কখনো ভাঙনে সর্বহারা মানুষগুলো জান দেকেন কিন্ত জমি হাতছাড়া করতে দেব না। এই চরটির যাতে হাতবদল না হয় – মানববন্ধনে দ্রুত পদক্ষেপ গ্রহনের জন্য উপজেলা ও জেলা প্রশাসনের কাছে এমন দাবি করেন বক্তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজী বলেন, বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবগত করলে তিনি ঐ চরের সকল কার্যক্রম বন্ধ করে পরবর্তীতে বেতাগী ও বামনা উপজেলার ইউএনও পর্যায়ে বৈঠক করে সীমানা নির্ধারন করার নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *