নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ বাংলার উদীয়মান ছড়াকার, কবি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার বিজন বেপারীর ‘এইতো আমার গাঁ’ তৃতীয় একক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঝালকাঠি জেলার স্বনামধন্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি কবিতাচক্রের সম্মানিত সম্পাদক, কবি ও গবেষক মু. আল আমিন বাকলাই,কবি বিজন বেপারী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব হিমাদ্রী শেখর এবং জনাব রিয়াজ আহসান রুবেল আরও উপস্থিত ছিলেন কবিতাচক্র ঝালকাঠির সম্মানিত সদস্যবৃন্দ।
কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় কবির স্মৃতি বিজড়িত ধানসিঁড়ি নদীর তীরে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার, রাজাপুর ঝালকাঠিতে। অমর একুশে গ্রন্থমেলা-২৫ এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ঢাকার ইমন প্রকাশনী যার মূল্য ধরা হয়েছে ২৫০ টাকা। দেশ এবং প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ কাব্যগ্রন্থটি সাজানো হয়েছে, যা শিশুদের ছড়া ও কিশোর কবিতার এক অনন্য কাব্যগ্রন্থ।