বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বামনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

মো: ওমর ফারক সাবু, বামনা প্রতিনিধি :

বরগুনার বামনায় এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে উপজেলার
সচতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে- আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি,  কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ – পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে “পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস” বা পি এফ এস  ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে  প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচারে এই আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরগুনা উপ-পরিচালক রধীন্দ্র নাথ বিশ্বাস, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোসা: ফাহিমা হক ও বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া ও সাধরন সম্পাদক মো: নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সভায় প্রান্তিক কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য কৃষকদের  উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বাংলাদেশ বাণী ডেক্স ঢাকা থেকে পরিবারসহ বরিশালে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *