শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বামনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

মো: ওমর ফারক সাবু, বামনা প্রতিনিধি :

বরগুনার বামনায় এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে উপজেলার
সচতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে- আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি,  কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ – পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে “পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস” বা পি এফ এস  ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে  প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচারে এই আয়োজন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড.মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরগুনা উপ-পরিচালক রধীন্দ্র নাথ বিশ্বাস, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোসা: ফাহিমা হক ও বামনা উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: ফারজানা তাসমিন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া ও সাধরন সম্পাদক মো: নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সভায় প্রান্তিক কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য কৃষকদের  উন্নয়নের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *