শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

এম.জামালবোরহানউদ্দিন প্রতিনিধি: বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উদ্যোগে দুই উপজেলার মফস্বল নবীন-প্রবীন মিডিয়া কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । ১৫ আগস্ট (শুক্রবার) সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের মিডিয়া কর্মীরা উপস্থিত হয়।

দৈনিক সংগ্রাম পত্রিকার দৌলতখান উপজেলা প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। কর্মশালায় মফস্বল সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়ার উপর আলোচনা করেন,জাতীয় পত্রিকা নয়াদিগন্তের বরিশাল ব্যুরো চিপ, ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আজাদ আলাউদ্দিন, মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হল জাতির বিবেক , সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অসুস্থ সমাজকে সুস্থ সমাজে পরিবর্তনের চেষ্টা করাই প্রকৃত সাংবাদিকতার সফলতা । সাংবাদিকতাকে শুধু পেশা নয় ইবাদতের মাধ্যম হিসেবেও গ্রহণ করার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী (রহ:) বলেছেন, মিডিয়ার একজন ছোট কর্মী হলেও তুমি সেখানে অংশগ্রহণ কর। আলোচনায় তিনি তার সাংবাদিকতার পথ চলার শৈশবের ইতিহাস তুলে ধরে স্মৃতি চারণ করেন। প্রেস রিলিজ, খবর সংগ্রহ এবং লেখার কৌশল বিষয়ের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়, দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি: মোহাম্মদ ইউনুছ শরীফ।

ডিজিটাল ক্যাম্পেইন: প্রয়োজনীয়তা ও পদ্ধতি প্রেক্ষিত নির্বাচন বিষয়ের উপর আলোচনা করেন মোঃ শাহে আলম, সদস্য সচিব, ভোলা ফোরাম, ঢাকা। বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মো: মাকসুদুর রহমান দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে অধিবেশন সমাপ্ত করেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *