বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিজলায় মঙ্গল শোভাযাত্রা

কাজল দে, হিজলা প্রতিনিধি: সনাতন (হিন্দু) সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। (শনিবার, ১৬ আগস্ট) সারা দেশে ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি। এ উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় ভক্তবৃন্দরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেছেন।

শনিবার, সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্রী শ্রী হরি দূর্গা মন্দিরে হিজলা উপজেলা কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বিভিন্ন মন্দির থেকে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে মূল শোভাযাত্রায় যোগ দেয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মঙ্গল শোভাযাত্রার র‌্যালিটি।

এ উপলক্ষে হিজলার শ্রীশ্রী হরি দূর্গা মন্দির সহ উপজেলার আরও ১৫ টি মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

হিজলা উপজেলা কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফন্টের নেতৃবৃন্দরা জানান, মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে জন্মাষ্টমী কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সম্পূর্ণ নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে আমরা সনাতন সম্প্রদায়ের সবাই জন্মাষ্টমী উদযাপন করছি ।

জন্মাষ্টমী উপলক্ষে হিজলায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা ও উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *