জেলা প্রতিনিধি ভোলা: বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে মাসব্যপী বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপের আয়োজন করেছে। কোর্সগুলোতে বিভিন্ন উপজেলার, জেলার এবং বরিশাল অঞ্চলের বিভিন্ন স্কাউটারবৃন্দ অংশগ্রহণ করে। ভোলার সকল উপজেলার স্কাউটাররা অংশ গ্রহন করে সকলের দৃষ্টি কেরে নেয়। কোর্সগুলো হচ্ছে সম্পাদক কোর্স, সাংগঠনিক ওয়ার্কশপ, কমিশনার কোর্স, মেম্বারশীপ রেজিষ্ট্রেশন অরিয়েন্টেশন কোর্স, কাব রিফ্রেশার্স কোর্স প্রভৃতি। প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ আগষ্ট (শনিবার) মেম্বারশীপ রেজিস্ট্রেশন ও বরিশাল অঞ্চলের স্কাউট শপ উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার দেবাশীষ হালদার এলটি। আঞ্চলিক সম্পাদক মোঃ ফারুক আলম এলটি। আঞ্চলিক কোষাধ্যক্ষ এস এম জাকির হোসেন এলটি। আঞ্চলিক পরিচালক মোঃ সাইফুল ইসলাম এল টি। বরেন্য স্কাউটার আব্দুস সাত্তার এলটি, বরেন্য স্কাউটার আব্দুস সোবহান এলটি, বরেন্য স্কাউটার তুষার কান্তি চৌধুরী এলটি, আঞ্চলিক উপ-পরিচালক ইকবাল হোসেন, আঞ্চলিক সহকারী পরিচালক ইকবাল হাসান প্রমূখ।
কোর্স গুলোতে বিভিন্ন উপজেলার ও জেলার স্কাউট কমিশনার ও সম্পাদক সহ বিভিন্ন স্কাউটারবৃন্দ অংশগ্রহণ করেন। ভোলা জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু বলেন এ কোর্সের মধ্য দিয়ে আমরা ভোলাকে স্কাউটিং-এ আরো যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হব। তাছারা আমরা এই প্রথম ভোলা জেলা থেকে মোঃ মনিরুল ইসলাম এএলটি কে আঞ্চলিক উপ-কমিশনার হিসাবে পাওয়ায় ভোলার পক্ষ থেকে বরিশাল অঞ্চলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কোর্সের ধারা অব্যাহত থাকলে বরিশাল অঞ্চল স্কাউটিংয়ে বাংলাদেশের একটি মডেল অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করবে।
উল্লেখ্য জুলাই শহীদদের স্মরণে বরিশাল অঞ্চল বিভিন্ন উপজেলার সমন্বয়ে দোয়া ও মিলাদ এবং বিভিন্ন অনুষ্ঠান প্রতিযোগিতার আয়োজন করেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।