বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

মোস্তাফিজকে রাখেনি চেন্নাই, কলকাতা রাখছে না চ্যাম্পিয়ন অধিনায়ককে।

২০২৫ আইপিএলের জন্য বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস। এর মানে হলো, আইপিএলে নতুন দলের জন্য আবার নিলামে অংশ নিতে হবে তাকে। একইভাবে কলকাতা নাইট রাইডার্সও তাদের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে। আইয়ারের নেতৃত্বেই কলকাতা গত আসরে এক দশক পর ট্রফি জিতেছিল।

মোস্তাফিজ এবং আইয়ারের মতো পরবর্তী আইপিএল নিলামে অংশ নিতে হবে জস বাটলার, ঋষভ পন্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, এবং মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও। আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন আজ ছিল। প্রতিটি দলের জন্য গত আসরের ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।

এবারের আইপিএলের পরবর্তী আসরের শুরুতে একটি মেগা নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল মোট ১২০ কোটি রুপি মূল্যের খেলোয়াড় কিনতে পারবে। যাঁদের ধরে রাখা হবে, তাঁদের দাম বাদ পড়বে। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো এমন খেলোয়াড়দের ছাড়া অন্যদের রিটেইন করেনি, যাঁদের নিয়ে তাদের একেবারেই ছেড়ে দেওয়া সম্ভব ছিল না। কিছু খেলোয়াড় বেশি অর্থের দাবি করায় এবং ক্লাব রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিচ্ছেদ ঘটেছে।

প্রতিটি দলের জন্য পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল, তবে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে মাত্র দুটি ছয়জন রেখেছে। বাকিরা পাঁচজন কিংবা চারজন খেলোয়াড় রেখে নিলামে খেলোয়াড় কেনার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছে। পাঞ্জাব কিংস সর্বাধিক ১১০.৫ কোটি রুপি রেখেছে তাদের জন্য।

আরো পড়ুন

সাফ চ্যাম্পিয়নদের ম্যাচ ফি দেয়নি বাফুফে

খেলাধুলা ডেস্ক।। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও নারী ফুটবল দলের মধ্যে চলমান আর্থিক সংকট এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *