মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক::ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় বরিশাল শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, আইবিডব্লিউএফ’র বরিশাল জেলা সভাপতি এডভোকেট আজম খাঁন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোহাম্মদ মাসুম বিল্লাহ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী ও বরিশাল অঞ্চল পরিচালক ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চল সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সাব্বির আহমেদ তাফসির, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাহে আলম চৌধুরী সামু, মোঃ আবদুল্লাহ, আল আমীন, মোঃ ইউসুফ মল্লিক, খলিলুর রহমান মিজান, সামসুল হক, কাইয়ুম বিল্লাহ মিঠু সুমন সিকদার, এইচ এম মজিদ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।