তালতলী প্রতিনিধি।।
অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য আলোকে তালতলী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা উপস্থিত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৮ আগষ্ট রোজ সোমবার সকাল ১০ টায় তালতলী উপজেলা মৎস্য অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এবারের প্রতিবাদ্য বিষয় ছিল “অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সকাল ১০:৩০ এর সময় উপজেলা হল রুমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন উপলক্ষে সভায় সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন অঃদাঃ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকন উজ্জামান খান শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার জনাব ভিক্টর বাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিসনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব সুবোধ কুমার বিশ্বাস, রিয়াজুল ইসলাম, ফিসনেট প্রকল্প তালতলী উপজেলার উপজেলা কো-অডিনেটর তাজবীর এলাহী এবং ফিসনেট প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ এর পাশাপাশিসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
অঃদাঃ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকন উজ্জামান খান মহোদয় উপস্থিত একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন উক্ত কুইজ প্রতিযোগিতায় বিষয় ঠিক করেন উপস্থিতভাবে যে যত বেশি দেশীয় প্রজাতির মাছের নাম লিখতে পারবে তাকে প্রথম এরপরে দ্বিতীয এবং এরপরে তৃতীয় হিসেবে গণ্য করা হবে উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন, ফিসনেট প্রকল্পের র্কমর্তা গন। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করেন ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলার কর্মকর্তা চিনেউ দ্বিতীয় স্থান অর্জন করেন ফিসনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব সুবোধ কুমার বিশ্বাস ,পরিশেষে মৎস্য বিভাগ থেকে ৩ জন সফল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সভার সমাপ্তী ঘোষণা করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।