চরফ্যাশন প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা এবং অবসর প্রাপ্ত সেনাসদস্য মো. শাজাহানকে(৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল সোমবার বেলা দুইটায় চরফ্যাশনের জিন্নাগড় ১নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রথমে চরফ্যাশন থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন এবং মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বরিশাল সেনা নিবাস থেকে আগত সেনাসদস্যের একটি দল বিউগলে করুন সুর বাজিয়ে গার্ড অব অনার প্রদান করেন এবং মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।
গার্ড অব অনার অনুষ্ঠানে সহকারী কমিশনার এমাদুল হোসেনসহ আগত পুলিশ সদস্য, বরিশাল সেনানিবাসের ক্যাপ্টেন মো.শাকিলের নের্তৃত্বে আগত ১৭ সেনা সদস্য, চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবল হক মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ’বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সেনাসদস্য মো.শাজাহান শনিবার হার্টএটাক জনিত কারণে অসুস্থ্ হয়ে পড়লে স্বজনরা তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা সিএমএস হাসপাতালে পাঠান।
রবিবার সন্ধ্যায় সেখান তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।