শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ফিসনেট প্রকল্পের উদ্দ্যোগে জেলেদের অধিকার বিষয়ক কর্মশালা

জেলেদের আইনগত পরামর্শ প্রদান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা, ভূমিহীন জেলেদের ভূমি অধিকার নিশ্চিত করাসহ জেলেদের নানাবিদ অধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
গতকাল ০৬ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস ও সিবিডিপি এর ফিসনেট প্রকল্পের আওতায় তালতলী উপজেলা পরিষদ এর পায়রা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত জনাব সেবক মন্ডল। এ সময় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, উপজেলা ভূমি কমিটি, উপজেলা পানি কমিটি, মৎস্যজীবী সমিতির প্রতিনিধি, প্রাথমিক সংগঠন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মৎস্যজীবীদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় কৌশল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভারপ্রাপ্ত জনাব সেবক মন্ডল বলেন, উপকূলের জেলেরা নানাবিধ অধিকার থেকে বঞ্চিত এবং অবহেলিত। এ জন্য প্রকল্প সময়োপযোগী হতে হবে। প্রকল্পে যথাযথ কার্যক্রম বাস্তবায়ন করলে অবশ্যই জেলেদের অধিকার নিশ্চিত হবে।

আজকের সভায় উপস্থাপনা করেন,জনাব, মোঃ রিয়াজুল ইসলাম,ম্যানেজার,সিবিডিপি ,অনুষ্ঠানের সঞ্চালকের দ্বায়িত পালন করেন সিএনআরএস ফিসনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুবোধ বিশ্বাস।জেলেদের আইনগত পরামর্শ প্রদান, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, সরকারি সুবিধা প্রাপ্তি নিশ্চিত করা, ভূমিহীন জেলেদের ভূমি অধিকার নিশ্চিত করাসহ জেলেদের নানাবিদ অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন ট্যাকনিক্যাল অফিসার -লিগ্যাল এন্ড এ্যাডভোকেসি আতিকুর রহমান। অনষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ফিসনেট প্রকল্পের তালতলী উপজেলার উপজেলা সমন্বয়কারী মোঃ তাজবীর এলাহী।
বাস্তবায়িত ফিসনেট প্রকল্পের আর্থিক সহযোগিতায় ওশান গ্র্যান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং কনসোটিয়াম লিড সংস্থা উত্তরণ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *