আজিম উদ্দিন খান, লালমোহন
ভোলার লালমোহনে অভিনব কায়দায় রাস্তার সংস্কার কাজ চলছে। ইটের খোয়া ছাড়াই রাবিসের উপর পীচ ঢালাই করে অভিনব কায়দায় সংস্কারের কাজের অভিযোগ পাওয়া গিয়েছে। ভোলার লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন সড়ক থেকে ধলিগৌরনগর চতলা বাজারের সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে দেরবছর আগে।
কিছু কাজ করে পুরো বর্ষায় কাজ বন্ধ করে রাখে। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হঠাৎ ঠিকাদার মাকসুদুর রহমান কিছু রাবিস ফেলে তার উপর রোলার দিয়ে ফিনিশিং এর কাজ করা শুরু করে পীচ ঢালাই দিলে। ঐ এলাকার আব্দুর রহিম মিস্ত্রী, মোঃ ছিদ্দিক, মোঃ ফিরোজ, মোঃ মাকসুদ, মোঃ শাহাবুদ্দিন মাষ্টার, মোঃ মনির ম্যানেজারসহ স্থানীয় লোকজন প্রতিবাদ জানায়।
এবিষয়ে উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায় উক্ত সড়কটি ২০২৪/২০২৫ অর্থ বছরের জিওবি মেইনটেনেন্স এর আওতায় ৮৫০ মিটার সড়ক সংস্কার কাজে ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেয়া হয়। গত জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা । কিন্তু ঠিকাদার যথাসময়ে কাজটি শেষ না করে পালিয়ে থাকে।
গতকাল হঠাৎ এসে যেনতেন ভাবে কাজটি করা শুরু করে।লালমোহন উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি ) মোঃ রাসেলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “ঠিকাদারের সাথে আমরা কাজটি শেষ করার জন্য অনেক বার যোগাযোগ করেছি । কিন্তু সে অফিসের সাথে যোগাযোগ না করে আজ হঠাৎ কীভাবে কাজ শুরু করেছেন তা আমাদের জানা নেই।
আমরা আগামী কাল সরেজমিনে রাস্তাটি দেখবো।” কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদার মাকসুদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভাই আমিও একজন সাংবাদিক। আমার বক্তব্য হচ্ছে কাজের কোনো গ্যাপিং নাই, ল্যাফিং নাই। এলাকাবাসীর দাবি যথাযথ নিয়মে রাস্তাটি সংস্কার করা হোক।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।