পিরোজপুর প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কফিন মিছিল করেছে পিরোজপুরের ছাত্র জনতা। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ থেকে কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। এ সময় ছাত্র জনতা নানা স্লোগান দেন।
বক্তারা বলেন, আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইয়ের ওপরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা পিরোজপুরের সাধারণ ছাত্র জনতা এবং সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সবাইকে জানাতে চাই এই ফ্যাসিবাদি শক্তি আমরা ভেঙ্গে দেব ইনশাআল্লাহ। যারা এর পেছনে আছে, তাদের আমরা শাস্তি দিয়ে ছাড়বো এই বাংলায়।
প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়ক মোঃ আল আমিন, মাহবুবুল আলম নাঈম, পিরোজপুর পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, পিরোজপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী শাহ্ নেওয়াজ অভি, পিরোজপুর পৌরছাত্র শিবিরের সভাপতি মো. রাকিব হোসেন, পিরোজপুর পৌরসভা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মইন আহমেদ প্রমুখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।