শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫

শোকে স্তব্ধ ওসমান হাদির শ্বশুরবাড়ি

বাবুগঞ্জ প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাবপুর গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া। ভিড়, কান্না আর চাপা ক্ষোভে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

শুক্রবার সকাল ১০টার দিকে হাদির শ্বশুরবাড়িতে গিয়ে দেখা যায়, শোকার্ত স্বজন ও এলাকাবাসীর ভিড়। কেউ চোখের জল মুছছেন, কেউবা বাকরুদ্ধ হয়ে বসে আছেন। স্বজনদের কণ্ঠে একটাই দাবি—এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে ওসমান হাদির রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। এর মধ্যেই গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার বিজয়নগর এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন বৃহস্পতিবার মৃত্যু হয় হাদির।

খবর শোনার পর তার শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সবাই ঢাকায় চলে গেছেন। হাদির শ্বশুর সাবেক পুলিশ সুবেদার সুলতান আহমেদ দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চেয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

 

আরো পড়ুন

বরগুনায় অবহেলা ও মহাজনী ঋণে বিপর্যস্ত হাজারো জেলে পরিবার

বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার উপকূলীয় জনপদে মাছ ধরাই হাজারো মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গভীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *