বরগুনা প্রতিনিধি : আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারী বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আজিজুল হাকিম, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রগুনা জেলার আমতলী থানাধীন ০২ নং কুকুয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড ব্রিকফিল্ড ব্রিজ সংলগ্ন কুয়াকাটা পটুয়াখলী মহাসড়ক থেকে ধৃত আসামী ১. সোহেল(৩২), ২. ছোবাহান(৩৯)’ কে ৫০ পিচ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
যাহার অবৈধ বাজার মূল্য ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মো. সজিব ফকির বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের স্বপন ফকিরের ছেলে এবং মো. সজিব একই ইউনিয়নের বাইশতবক গ্রামের মো. বাদলের ছেলে।
এ বিষয়ে বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বশিরুল আলম বলেন, ‘এসআই ইমাম হোসেন, এএসআই রুবেল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সজিব ফকির ও মো. সজিব নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।’
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।