বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

সোনাতলা নদীতে ধরা পড়লো সাড়ে ১৫কেজির কোরাল

নিজস্ব প্রতিবেদক।। 

পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদীতে ঝাঁকি জালে ধরা পড়েছে ১৫কেজি ৬০০গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ।

বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় মাছটি শিকার করেন সৌখিন মাছ শিকারি মিলন পালোয়ান।

জানা গেছে, শখেরবসে  মিলন পালোয়ান প্রায়ই নদী ও খালে মাছ ধরেন। প্রতিদিনের মতো এদিনও ঝাঁকি জাল নিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ তার জালে আটকা পড়ে বিশাল আকৃতির কোরালটি। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা।

পরে মিলন ও স্থানীয় কয়েকজন মিলে মাছটি ওজন করেন। ২০হাজার টাকা দাম নির্ধারণ করে কয়েকজন মিলে ভাগাভাগি করে নেন মাছটি। পরে মাছ বিক্রির পুরো অর্থ স্থানীয় একটি মসজিদ নির্মাণে দান করার সিদ্ধান্ত নেন মিলন পালোয়ান।

মিলন পালোয়ান বলেন, ‘আমি আসলে শখের বসেই মাছ ধরি। এত বড় কোরাল মাছ আমার জালে আগে কখনো ধরা পড়েনি। এটা জীবনের স্মরণীয় এক মুহূর্ত। মাছটি বিক্রি করে পাওয়া পুরো টাকাই আমি মসজিদ নির্মাণে দান করবো।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘কোরাল মূলত গভীর সমুদ্রের মাছ। তবে জোয়ার-ভাটার প্রভাবে মাঝে-মধ্যে নদীতে উঠে আসে।’

আরো পড়ুন

চরফ্যাশনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি // প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপদ্য ধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *